ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নেত্রকোণায় জেলা বিএনপির দোয়া মাহফিল  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
নেত্রকোণায় জেলা বিএনপির দোয়া মাহফিল  

নেত্রকোনা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।
 
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় এ অনুষ্ঠান হয়।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক।

এসময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ফকির, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা তাঁতীদলের আহ্বায়ক সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ইদ্রিছ আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সহসভাপতি দেলোয়ার হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।