ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বে কেনো দলকে নিষেধাজ্ঞা দেওয়ার বিধান নেই। থাকা উচিৎও না।
তিনি আরও বলেন, ‘বিশ্বে যদি মিথ্যাচারের জন্য কাউকে নোবেল পুরস্কার দেওয়া হতো, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সহযোগী নেতারা পেতেন’।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বোর্ড সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে এদেশে জঙ্গিবাদ, উগ্রবাদ শুরু হয়। এখন নিস্ক্রিয় থাকলেও তারা তলে তলে সক্রিয় আছে। বড় ধরনের কোনো নাশকতা করার চেষ্টা করছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যে জানতে পেরেছি।
সেতুমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ। ডোনাল্ড লু কি বলেছেন এটার ভিডিও আছে। এটা আমার কথা না, তার কথা, মিথ্যাচারও না। তিনি সরকারের বিভিন্ন বিষয় নিয়ে প্রশংসা করেছেন। বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছেন।
এসময় তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে।
এদিকে রাষ্ট্রপতি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের সংসদীয় কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করছেন। তিনিই সিদ্ধান্ত নেবেন।
এসময় ‘আমার ওই পদে যাওয়ার যোগ্যতা নেই’ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এনবি/এনএস