ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া যুবদল সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া যুবদল সভাপতি গ্রেফতার শামীম মোল্লা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শামীম ওই এলাকার মৃত জমশেদ মোল্লার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, ২০১৬ সালে নাশকতার মামলার ওয়ারেন্ট জারি হলে গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় আরও ১৫টি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।