ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি-জামায়াত এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
‘বিএনপি-জামায়াত এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’

কক্সবাজার: বিএনপি-জামায়াত এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।   

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার শহরের লালদীঘি চত্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, জনসমর্থন আদায় না করে তারা (বিএনপি-জামায়াত) নৈরাজ্য সৃষ্টি করে এদেশের মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় যেতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক স্মার্ট। জনগণ তাদের সব দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।  

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত কখনো বাংলাদেশের উন্নয়ন চায়নি। তারা যখনই ক্ষমতায় এসেছে উন্নয়নের নামে এদেশের জনগণের হাজার-হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। তারা শান্তি কি তা বুঝে না। তাদের রক্তে শুধু হত্যা, নৈরাজ্য ও জালাও-পোড়াও। এ দেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে এখন অনেক ঐক্যবদ্ধ ও শক্তিশালী।  

শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও সমাবেশ পরিচালনা করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম বলেন, সারা দেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সহিংসতা রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট।  

তারা ক্ষমতার লোভে পড়ে বিদেশি কুটনীতিকদের কাছে ধর্ণা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার অনেক চেষ্টা করেছে। বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। যতদ্রুত সম্ভব এসব অনৈতিক কর্মকাণ্ড পরিহার করতে হবে। না হলে কক্সবাজার পৌর আওয়ামী লীগের নেতারা তার দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হবে।  

তিনি বলেন, বিশ্বের অনেক বাঘা বাঘা দেশ যখন অর্থনৈতিক মন্দার কবলে তখন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছে। তাই আসুন, আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জনগণের সেবা করার সুযোগ দিন।

শান্তি সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রণজিৎ দাস, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে আসিফ উল মওলা, ডাক্তার পরিমল কান্তি দাস, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা রহিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা নুরুল আজিম কনক, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু আদনান মো. মারুফ, পৌর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সাহেদ আলী।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুলতান উল আলম, অ্যাডভোকেট তাপস রক্ষিত, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে হাজী এনামুল হক, সাইফুল ইসলাম চৌধুরী, আতিক উল্লাহ কোম্পানি, সেলিম নেওয়াজ, মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা শুভ দত্ত বড়ুয়া, ইয়াহিয়া খান, নজরুল ইসলাম, জহিরুল কাদের ভুট্টো, মেজবা উদ্দিন কবির, নুর মোহাম্মদ, মোর্শেদুল হক চৌধুরী, ওসমান গনি টুলু, ওয়াহিদ মুরাদ সুমন, আবু আহমদ, তাজ উদ্দিন, হাবিব উল্লাহ, জাফর আলম, জিয়া উল্লাহ চৌধুরী, সেলিম ওয়াজেদ, ফরহাদ রেজা, আবদুল মজিদ সুমন, ফয়সাল হুদা, সোহেল রানা, সাগর পাল, আমির উদ্দিন, সৈয়দ নুর, আজিজ উদ্দিন, কাসেম আবেদিন, আনোয়ার হোসাইন, আবদুল মালেক রাজেনুল ইসলাম শিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসবি/এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।