ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ঢাকা: ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে দলটির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে রাশেদ মাজমাদারকে সভাপতি ‌ও মো. ইমদাদুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির ১০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। এ আদেশ এরই মধ্যে কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।