ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ট্রেন পোড়ানোর ক্ষতিপূরণ দিলে রেলসেবা পাবে বিএনপি: রেলমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ট্রেন পোড়ানোর ক্ষতিপূরণ দিলে রেলসেবা পাবে বিএনপি: রেলমন্ত্রী  ‘রেল ভবনে’ সংবাদ সম্মেলনে উপস্থিত রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি ট্রেন পুড়িয়েছিল দাবি করে ক্ষতিপূরণ দেওয়া সাপেক্ষে দলটির কর্মসূচিতে বিশেষ ট্রেন ভাড়া দেওয়ার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বিবেচনা করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ‘রেল ভবনে’ রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

গত ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় যাত্রী পরিবহনের জন্য রেলওয়ে পশ্চিমাঞ্চল মোট আটটি বিশেষ ট্রেন ভাড়া দিয়েছিল। এসব ট্রেনে করে উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে নেতা-কর্মীরা দলের সমাবেশে যোগ দিতে পেরেছিলেন।

এরপর থেকেই আলোচনা এসেছে বিএনপি সমাবেশে ট্রেন বরাদ্দ চাইলে বাংলাদেশ রেলওয়ে অনুমতি দেবে কিনা! এ নিয়ে এবার মুখ খুলেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, বিএনপি ট্রেন পুড়িয়েছিল। তারা যদি ক্ষতিপূরণ দেয় তখন রেলওয়ে কর্তৃপক্ষ বিবেচনা করবে।

বিএনপির কাছে রেলওয়ে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপিকে তো খুঁজেই পাওয়া যায় না। তারা তো ধারে কাছে আসে না।

রেল সচিব হুমায়ুন কবিরের সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান ছাড়াও রেলওয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩  
এনবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।