ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সরকারের উন্নয়নে জনগণ খুশি হলেও বিএনপির মন খারাপ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
‘সরকারের উন্নয়নে জনগণ খুশি হলেও বিএনপির মন খারাপ’

ঢাকা: ১৪ বছর আগে ঢাকা কিংবা পুরো বাংলাদেশ কতটা পরিবর্তন হয়েছে তা দৃশ্যমান। যেদিকে দেখা যায় উন্নয়ন আর উন্নয়ন।

বিশ্ব সংকটেও বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে। শেখ হাসিনার সরকারের উন্নয়নে জনগণ খুশি হলেও মন খারাপ শুধু বিএনপির।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় কথাগুলো বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মোহাম্মদপুর এখন আলোয় আলোকিত। এ নগরী এখন উন্নয়নের ঝলকে আলোকোজ্জ্বল। মোহাম্মদপুর, আদাবরের যেদিকেই তাকাই উন্নয়ন, শুধু উন্নয়ন।

সরকারের সফলতা বঙ্গবন্ধু স্যাটেলাইট, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, রুপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, রামপালের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র চালু করা। একদিনে ১০০ সেতুর উদ্বোধন কেবল শেখ হাসিনা সরকারের দ্বারাই সম্ভব। বর্তমান সরকার বেশি দামে জ্বালানি কিনে ভর্তুকি দিয়ে দেশ চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শেখ হাসিনার পরিবার সাধারণ জীবনযাপন করেন। তারেক জিয়া লুটপাট ও সন্ত্রাসের সর্বোচ্চ অবস্থানকারী। লুটপাটের রাজা তারেক, হাওয়া ভবনকে খাওয়া ভবন বানিয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩  
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।