ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপির পদযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
খুলনায় বিএনপির পদযাত্রা

খুলনা: সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে খুলনায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্রা বের হয়।

পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, মানুষকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেওয়া হয়েছে। মানুষের ঘরে আজ খাদ্য নেই, বস্ত্র নেই, শিক্ষা-চিকিৎসা সংকটে মানুষ। কারণ আওয়ামী লীগ আর দুর্ভিক্ষ একে অপরের পরিপূরক।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায়  সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

সমাবেশে আরও বক্তব্য দেন নগর বিএনপির সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, কাজী মো. রাশেদ, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, এস এ রহমান বাবুল, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, মনিরুজ্জামান মন্টু, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, চৌধুরী কওসার আলী, আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, ডা. আব্দুল মজিদ, আশফাকুর রহমান কাকন, খায়রুল ইসলাম খান জনি, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, ইলিয়াস হোসেন মল্লিক, কে এম হুমায়ুন কবির, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন প্রমুখ।

সমাবেশের শুরুতেই কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা জাহিদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।