ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৫৩ বছর পর দেশ গড়ার সুবর্ণসুযোগ এসেছে: মাসুদ সাঈদী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
৫৩ বছর পর দেশ গড়ার সুবর্ণসুযোগ এসেছে: মাসুদ সাঈদী

পিরোজপুর: পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ১৯৭১ সালে সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিত হয়েছিল জনতার সঙ্গে। সেই ঐতিহাসিক সম্পর্ক অর্থাৎ জনতা ও সশস্ত্র বাহিনীর পারস্পরিক সুসম্পর্ক আমাদের বর্তমান প্রজন্মের জন্য একটি উদ্দীপক বিষয়।

জাতির প্রয়োজনে অর্পণ করা কঠিন দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর নিষ্ঠা ও আন্তরিকতা অনন্য উল্লেখ করে তিনি বলেন, দেশ রক্ষার জন্য প্রশিক্ষণ আর জনগণের জন্য ভালোবাসা এই দুটি বিষয় কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের সশস্ত্রবাহিনীর দেশপ্রেম। সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম, পেশাদারত্ব এবং উন্নত নৈতিকতার আদর্শে উজ্জীবিত হয়ে তাদের দায়িত্ব সুচারুরুপে পালন করে যাচ্ছে, যা এই দেশ ও জাতির জন্য গর্বের, আমাদের জন্য অনুপ্রেরণার।

সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও পিলখানায় সেনাসদস্যদের হত্যার কারণে বাংলাদেশ যে পথহারা হয়েছিল, ৫ আগস্টের সকল শ্রেণিপেশার মানুষের সাথে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আবার প্রিয় বাংলাদেশ পথ ফিরে পেয়েছে। ৫৩ বছর পর দেশ গড়ার এক সুবর্ণসুযোগ আমাদের এসেছে। এখন ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসররা বাদে অন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। একাত্তর সালে পাকসেনা ও তাদের দোসররা যেভাবে সাধারণ মানুষের ওপর নির্যাতন করেছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, ঠিক একইভাবে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ বিরোধীমতের নেতাকর্মীদের নির্যাতন করেছে ও ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আওয়ামী লীগের সকল মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার করতে হবে।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এডিসি (শিক্ষা) সেলিম হোসেন, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, (অব.) সিনিয়র পেটি অফিসার মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট (অব.) মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।

এর আগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্দ্যোগে পিরোজপুরের টাউন হল মাঠে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসুদ সাঈদী।

শ্রমিক সম্মেলনে মাসুদ সাঈদী বলেন, আমরা স্বাধীন হয়েছি শ্রম বৈষম্য নিরসনের কথা বলে। কিন্তু আজ শ্রম বৈষম্য স্মরণকালের সবচেয়ে বেশি। যে শ্রমিকের উৎপাদনে এতো এতো উন্নয়ন, তার জীবন মানের এতো দুরাবস্থা কেন? কারণ আজও শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হয়নি।  

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ছিদ্দিকুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ও জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হাইয়ের সঞ্চালণায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক আলহাজ কবির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও অঞ্চল সহকারী পরিচালক মশিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।