ঢাকা: পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। ১০ দফা দাবিতে এ পদযাত্রা করছে দলটি।
শনিবার (৪ মার্চ) দুপুর আড়াইটায় পল্লবী থানার সিরামিক গেট সংলগ্ন ত-ব্লকের মোড় থেকে এটি শুরু হয়।
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করছে বিএনপিসহ সমমনা দলগুলো। তারই অংশ হিসেবে আজ রাজধানীর ৫০ থানায় একযোগে পদযাত্রা শুরু করেছে বিএনপি।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, চাল, ডাল, তেল, আটা, লবন, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির দাম দফায় দফায় বাড়ানোর প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি বাস্তবায়ন ও নেতাকর্মীদের হত্যাসহ ১০ দফা দাবিতে আজ দেশের সব মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির অধীনে ২৬টি ও দক্ষিণ বিএনপির অধীনে ২৪টি থানায় আজ (শনিবার) পদযাত্রা কর্মসূচি পালিত হবে।
পল্লবী থানা এলাকার কর্মসূচিতে প্রধান অতিথি ড. আব্দুল মঈন খান এবং বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এমএমআই/জেডএ