ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘যে দল জয় বাংলা বলে না, তাদের কাছে সার্বভৌমত্ব নিরাপদ না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
‘যে দল জয় বাংলা বলে না, তাদের কাছে সার্বভৌমত্ব নিরাপদ না’

মাদারীপুর: সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন,'যে দলের মানুষ জয় বাংলাকে বিশ্বাস করে না। জয় বাংলা বলে না।

 তাদের হাতে এদেশের কোনো ক্ষমতা দিলে সেই দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ হবে না। তাই যারা মুক্তিযোদ্ধার চেতনাকে বুকে ধারণ করে তাদের কাছেই এই দেশে নিরাপদ।

রোববার (৫ মার্চ) সকালে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড়ব্রীজ এলাকায় বীর মুক্তিযোদ্ধা মার্কেটের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মাদারীপুর-২ আসনের এ সংসদ সদস্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে ৩২ বছর এদেশের মুক্তিযোদ্ধারা কোনো সুযোগ-সুবিধা পেতেন না। এমনকি তারা এদেশে অবহেলিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানোসহ দেশের সকল সুযোগ-সুবিধা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার সময় মুক্তিযোদ্ধারা সম্মানিত হচ্ছে।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান ও সাবেক পৌর চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান, মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. শাহজাহান হাওলাদারসহ জেলা উপজেলার মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।