ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিস্ফোরণে আহতদের সুচিকিৎসা চায় গণফোরাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
বিস্ফোরণে আহতদের সুচিকিৎসা চায় গণফোরাম

ঢাকা: ঢাকার সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর শোক এবং আহতদের চিকিৎসার দাবি জানিয়েছে গণফোরাম।

বুধবার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী নিহতদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আহতদের সুচিকিৎসার জোর দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, নিহতদের পরিবারের প্রতি সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি। অবিলম্বে তাদের পরিবারকে যথার্থ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক। শিগগিরই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হোক।

তারা বলেন, কতৃত্ববাদী এই সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা জনগণের জীবন দিয়ে চুকাতে হচ্ছে। চরম অব্যবস্থাপনা ও খামখেয়ালিতে মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা আশঙ্কাজনকভাবে কমে গেছে। সীতাকুণ্ড, সায়েন্সল্যাব ও সিদ্দিকবাজারে পরপর তিনটি ভয়াবহ বিস্ফোরণ রাষ্ট্রের দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এমকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।