ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে বিএনপির মিছিলে লাঠিচার্জ, আহ্বায়ক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
রাজশাহীতে বিএনপির মিছিলে লাঠিচার্জ, আহ্বায়ক আটক

রাজশাহী: রাজশাহীতে বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) বিকেলে ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরের তুলাপট্টি থেকে মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।

এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ ব্যানার কেড়ে নেয়।

এরপরও পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করে বিএনপি। এ সময় মিছিল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আটক করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, পুলিশের বাধা উপেক্ষা করে আবু সাঈদ চাঁদ ব্যস্ত সড়কে প্রতিবন্ধকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছিলেন। এ কারণে তাকে আটক করা হয়েছে। তবে এখনও গ্রেফতার দেখানো হয়নি।

আবু সাঈদ চাঁদকে আটক করা হলে বিএনপি নেতাকর্মীরা তুলাপট্টির বিপরীত সড়কে সমাবেশ শুরু করেন। তাতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও সাবেক এমপি হারুনুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।