গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ মে) দুপুরে পৌরশহরের কালিবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জামায়াত নেতা মিলন কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের আজগার আলী মাস্টারের ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,
তাজুল ইসলাম মিলনের বিরুদ্ধে বেশকিছু নাশকতা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, বিকেলে মিলনকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১, ২০২৩
জেএইচ
বাংলাদেশ সময়: ৫:৫০ পিএম, মে ১, ২০২৩ /