ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিলেন যুবলীগের নেতাকর্মীরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ২, ২০২৩
খুলনায় কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিলেন যুবলীগের নেতাকর্মীরা

খুলনা: কৃষকের ধানকাটা কর্মসূচির আওতায় খুলনার দৌলতপুরের চার নম্বর ওয়ার্ডের দেয়ানা এলাকার কৃষক রফিকুল ইসলামের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এবং প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের আহ্বানে এ কর্মসূচি পালন করেন খুলনা যুবলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ মে) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নূর ইসলাম বন্দ, সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মাহামুদ পিন্টু, যুবলীগ নেতা মেহেদী হাসান মোড়ল, বাচ্চু মোড়ল, আসাদুজ্জামান আসাদ, আরিফ মোড়ল, মেহেদী হাসান রাসেল, আসিফ ইকবাল টনি, শেখ আব্দুল আহাদ, ইমতিয়াজ রাসেল বাবু, বিপ্লব শেখ, মাহাবুবুর মোড়ল, শিমুল মোড়ল, রিপন হাওলাদার, মফিজ, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, লিপু মোড়ল, আলামিন, তারেক মোড়ল ও মানিক হাওলাদার প্রমুখ।

কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে ধানকাটার শ্রমিকের খুব অভাব। শ্রমিক পাওয়া গেলেও প্রচুর অর্থ দাবি করেন তারা। খুলনা মহানগর যুবলীগের নেতা-কর্মীরা আমার ধান কেটে একদিকে যেমন আমার সাশ্রয় করে দিয়েছে। তেমনি বর্তমান কাল বৈশাখীর সময়ে আমার ফসলও রক্ষা পেয়েছে। ’

খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশেব্যাপী ধানকাটা কর্মসূচি পালন করছেন যুবলীগের নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় আজ ওই এলাকার কৃষক রফিকুল ইসলামের দুই বিঘা জমির ধানকাটা হলো। পর্যায়ক্রমে আরও কৃষকের ধানকাটা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মে ০২, ২০২৩
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।