ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লন্ডনে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি: খসরু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ১৩, ২০২৩
লন্ডনে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি: খসরু  ফাইল ফটো

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর একটিই কারণ সেটি হলো তার জনপ্রিয়তা। মিথ্যা মামলা-হামলা করে জনপ্রিয়তা কমানো যাবে না।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বর্তমান সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শনিবার (১৩ মে) দুপুর আড়াইটায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রেীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপি যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করছে।  

তিনি বলেন, সরকারের একের পর এক মিথ্যাচার জনগণের কাছে ফুটে উঠেছে। লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। দূতাবাসের মাধ্যমে একটি পেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলানোর চেষ্টা করা হয়েছে দ্বিপাক্ষিক বৈঠক। এটি বলে জনগণকে বিভ্রান্ত করছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মে ১৩, ২০২৩
টিএ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।