ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জ, গুলিবিদ্ধ-আহত ২০

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মে ১৯, ২০২৩
খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জ, গুলিবিদ্ধ-আহত ২০

খুলনা: খুলনায় বিএনপির সমাবেশে লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। এতে বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

 আহতদের খুলনার স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির সমাবেশে লাঠিচার্জ করলে নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ।

শুক্রবার (১৯ মে) বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির এ সংঘর্ষ ঘটে।  

সংঘর্ষের সময় পুলিশ গুলি ছুড়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।

তাদের দাবি, দিঘলিয়া সেনাটি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান, যুবদল নেতা জাহিদুর রহমানসহ বেশ ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।  

দশ দফা বাস্তবায়নের দাবিতে আজ খুলনা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ আহ্বান করে বিএনপি। সমাবেশে বিএনপি নেতাকর্মীদের একটি মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘাত শুরু হয়।  

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, বিনা উসকানিতে পুলিশ সমাবেশে পণ্ড করতে গুলি, টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করেছেন। এতে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। যাদের মধ্যে গুলিবিদ্ধ আছে ১৫জন।

বিএনপি নেতাদের অভিযোগ অস্বীকার করেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো (ওসি) হাসান আল মামুন জানান, অনুমতি ছাড়াই সমাবেশের চেষ্টা করছিল বিএনপি। তারাই পুলিশের ওপর হামলা করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম বলেন, খুলনা প্রেসক্লাবে বিএনপির প্রোগ্রাম অথচ কিছু নেতাকর্মী রাস্তা বন্ধ করে প্রোগ্রাম শুরু করে। কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা বাধ্য হয়ে টিয়ারসেল এবং গ্যাসগান নিক্ষেপ করি। এ পর্যন্ত আমরা ১০ জনকে আটক করেছি। আমাদের বেশ কিছু সদস্য আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এমআরএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।