সিরাজগঞ্জ: গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের সদর, সলঙ্গা, রায়গঞ্জ, তাড়াশ, শাহজাদপুর, বেলকুচি ও এনায়েতপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. হান্নান মিয়া এতথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল মণ্ডল গুটু, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান ও মামুন ওরফে পোড়া মামুন, শাহজাদপুরের পোরজনা ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সেলিম এলাহী ও হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি নেতা সাবেক মেম্বর সাইদুল, রায়গঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক বোরহান কবির, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ওসমান ও চান্দাইকোনা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম ফারুক, বেলকুচির দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব বুলবুল আহমেদ, সদিয়া চাঁদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও এনায়েতপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিবুল ইসলাম শরীফ, তাড়াশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, এনায়েতপুর থানা বিএনপি নেতা কাউসার সরকার, ওয়ার্ড বিএনপি নেতা আমির সরকার।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ জানান, নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলায় উল্লেখিতদের গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মে ২০২৩
আরএ