ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে যুবলীগ নেতা আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মে ২৬, ২০২৩
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে যুবলীগ নেতা আহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক এলাকায় ককটেল বিস্ফোরণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৫০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৫ মে) দিনগত রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, রাত আনুমানিক সোয়া ১১টায় দিকে ফারুক সড়ক এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সম্রাট নামে একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এটি কোনো পলিটিক্যাল ইস্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত সম্রাটের অবস্থা গুরুতর নয়। তার পিঠে বিস্ফোরিত ককটেলের কয়েকটি স্প্লিন্টার এসে আঘাত করে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৫০ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ বলেন, শুক্রবার (২৬ মে) শহীদ ফারুক সড়ক এলাকায় কর্মসূচি ডেকেছে বিএনপি। তারাই সেখানে আজ নাশকতার চেষ্টা করেছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ বিস্ফোরণে ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সম্রাট আহত হয়েছেন। সেখানে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।