ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

ভোটাধিকার-রেশনের দাবিতে ৩ দিনব্যাপী সিপিবির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মে ২৬, ২০২৩
ভোটাধিকার-রেশনের দাবিতে ৩ দিনব্যাপী সিপিবির বিক্ষোভ

ঢাকা: ভোটাধিকার, খাদ্যপণ্যের দাম কমানো ও রেশনের দাবিতে তিন দিনব্যাপী দেশের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (২৬ মে) সিপিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ভোটাধিকার প্রতিষ্ঠা, খাদ্যপণ্য, বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানো, রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালু ও দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে ২৭ মে থেকে ২৯ মে দেশের বিভিন্ন উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ পদযাত্রা করবে দলটি।

বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিক্ষোভ কর্মসূচি সফল করতে দেশবাসী, দলের সদস্য, শুভাকাঙ্ক্ষীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।