ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

১০ দফা দাবিতে বরিশালে বিএনপির পদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ২৮, ২০২৩
১০ দফা দাবিতে বরিশালে বিএনপির পদযাত্রা

বরিশাল: বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে বরিশালে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।

রোববার (২৮ মে) বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে মুক্তিযোদ্ধা পার্কের সামনে গিয়ে শেষ হয়।

পদযাত্রা শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগর যুগ্ম আহ্বায়ক আলতাফ মাহমুদ সিকদার, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন।

মহানগর স্বেচ্ছাসেবকদল সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সঞ্চলনায় পদযাত্রা পূর্বক সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর মহিলাদল
সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, সাধারণ সম্পাদক পাপিয়া বেগম, মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের
সদস্য সচিব মসিউর রহমানমঞ্জু সহ বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।