ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ২৯, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের ইন্তেকাল জিল্লুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন।

সোমবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের জেল রোডে দি ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। জিল্লুর রহমান স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি হেপাটাইটিস-বিতেও আক্রান্ত ছিলেন। বিকেলে জেলা শহরের ফুলবাড়িয়ায় নিজ বাড়িতে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগামীকাল বাদ যোহর নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৯৭৮ সালে তিনি ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনৈতিক জীবনের সূচনা করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।