ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ এবার টিকটকে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ২, ২০২৩
আওয়ামী লীগ এবার টিকটকে

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শুক্রবার (২ জুন) নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলটি।

পোস্টের সঙ্গে একটি কিউআর কোডের ছবি ও টিকটকে অ্যাকাউন্টের লিংক যুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি পোস্টে লেখা হয়, “বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক একাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন দিন। ”

উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। দেশের সর্বস্তরে আধুনিক ও প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে দলটি। এমনকি দলের ভেতরেও ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন ঘটিয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের নিয়মিত সক্রিয় ভ্যারিফাইড পেজসহ ডিজিটাল মাধ্যম ব্যবহার করা ও সর্বস্তরে প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর জোর দিয়েছে আওয়ামী লীগ। তারই সবশেষ পদক্ষেপ দলের টিকটক অ্যাকাউন্ট।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।