ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লোডশেডিং: পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুন ৮, ২০২৩
লোডশেডিং: পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল বিএনপি

পটুয়াখালী: সারাদেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে জেলা বিএনপি। দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচির পাশাপাশি দলের নেতাকর্মীরা স্মারকলিপিও পেশ করেছেন।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অফিসের সামনে অবস্থান করে তারা।

পরে সংস্থাটির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের কাছে বিএনপির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে, সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা বিদ্যুৎ অফিসের সামনে জড় হন। পরে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে স্মারকলিপি দেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীরা বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে চলে যান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।