ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

যুব সংহতির সভাপতি শাহরিয়ার, সাধারণ সম্পাদক আহাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, জুন ১০, ২০২৩
যুব সংহতির সভাপতি শাহরিয়ার, সাধারণ সম্পাদক আহাদ

ঢাকা: জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য এইচ এম শাহরিয়ার আসিফ ও সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহিন নির্বাচিত হয়েছেন।
 
শনিবার (১০ জুন) বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে কাউন্সিলরদের গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়।

এর আগে একই স্থানে সকালে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।