ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নিরপেক্ষ নির্বাচনে ভয় পায় আ.লীগ: প্রিন্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
নিরপেক্ষ নির্বাচনে ভয় পায় আ.লীগ: প্রিন্স

ময়মনসিংহ: আবারও ভোট চুরি করে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সরকার নিরপেক্ষ নির্বাচনের দাবিকে অগ্রাহ্য করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, যার দায় তাদেরকেই বহন করতে হবে -বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।  

বুধবার (১৪ জুন) বিকেলে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ভাট্টা বাজারে বিএনপি নেতা মরহুম কাজী বদরুদ্দোজা ইমনের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ নেতারা নিজেদের দুঃশাসন ও দুর্নীতির কারণে শোচনীয় পরাজয়ের আশঙ্কায় নিরপেক্ষ নির্বাচনে ভয় পায়। সেজন্য তারা ক্ষমতায় টিকে থাকতে সংবিধান কাটাছেঁড়া করে এখন সংবিধানের দোহাই দিয়ে আবারও প্রহসনের নাটক করতে চাইছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে সংবিধান বাধা নয়, আগেও ছিল না। বাধা আওয়ামী লীগ। তারা জানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে তারা শোচনীয়ভাবে পরাজিত হবে। সেজন্য নানা চক্রান্ত করছে।    

এ সময় ইউরোপিয়ান ইউনিয়নের সংসদ সদস্যদের বিবৃতির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার সঙ্গে সরকার যে অন্যায় ও নিষ্ঠুর আচরণ করা হয়েছে, এনিয়ে দেশ ও বিদেশের সবাই উদ্বিগ্ন। সরকার খালেদা জিয়ার মানবাধিকার লঙ্ঘন করেছে। তাই তার বিরুদ্ধে সরকারের অন্যায় আচরণে কেউ চুপ করে বসে থাকতে পারে না।  

সভায় শাকুয়াই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক টিমের প্রধান স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সাইদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, এস এম দুলাল, মরহুম বদরুদ্দোজা ইমনের ভাই কাজী নওশাদ হোসেন মিন্টু, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহ-সভাপতি মনোয়ারা বেগম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, পৌর স্বেচ্ছাসেবক দলের পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আাসাদুজ্জামান সুমন প্রমুখ।  

এর আগে, একই স্থানে শাকুয়াই ইউনিয়নের ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।