ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিত্যপণ্যের দাম পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে: সরোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
নিত্যপণ্যের দাম পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে: সরোয়ার

বরিশাল: কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচিত হয়ে, ২০১৮ সালে রাতের অন্ধকারে প্রশাসন দিয়ে আর এবার নতুন জাদুর বাক্স ইভিএম দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনের সব দপ্তরকে আওয়ামী লীগের দপ্তর বানিয়ে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।

রোববার (১৮ জুন) দুপুরে নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতি, শ্রমিক নির্যাতন বন্ধ, দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বরিশাল বিভাগীয় শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সরোয়ার বলেন, শেখ হাসিনা ভালো করেই জেনে গিয়েছিলেন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাইরে থাকলে তার অবৈধ ক্ষমতার চেয়ার টিকবে না। তাই মিথ্যে মামলা দিয়ে তাকে বন্দি করে রেখেছেন। অবৈধ সরকার আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা শুধু উন্নয়ন চাই না, উন্নয়নের সঙ্গে দেশে আইনের ন্যায় বিচারসহ গণতন্ত্র ও ভোটের অধিকার চাই।

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার সাধারণ মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে শুধু উন্নয়ন দেখায়, যার ফলে নিত্যপণ্যের দাম পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে।

এ সময় সরোয়ার শ্রমিকদলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন ও সফল করার জন্য আহ্বান জানান।

বরিশাল বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক জি এম ফারুকের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন- বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী, মহানগর শ্রমিকদলে আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।