ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের শান্তি সমাবেশে শামীম ওসমানের পক্ষে শোডাউন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
আওয়ামী লীগের শান্তি সমাবেশে শামীম ওসমানের পক্ষে শোডাউন

নারায়ণগঞ্জ: রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের পক্ষে প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১২ জুলাই) দুপুরে বিশাল মিছিল নিয়ে তারা সমাবেশে যোগ দেন।

 এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু,শরীফসহ অনেকে।

নেতাকর্মীরা বলেন, বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দেওয়ার জন্য আমাদের নেতা শামীম ওসমান আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশনায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছি।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এমআরপি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।