ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একদফা আন্দোলনের প্রথম কর্মসূচি নারায়ণগঞ্জ বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
একদফা আন্দোলনের প্রথম কর্মসূচি নারায়ণগঞ্জ বিএনপির

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকার পতনের ‘এক দফা’ আন্দোলন বাস্তবায়নে প্রথম কর্মসূচি পদযাত্রা করেছে বিএনপি।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিএনপি নেতা কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি শহরের জমতলা, কলেজরোডের পুরাতন ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে চাষাঢ়ায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে খোরশেদ বলেন, এখন একদফার আন্দোলন চলছে আর সেই একদফা হলো- এই অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব এবং আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দেবেন তাই পালন করব।

পদযাত্রায় জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমআরপি/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।