ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার কথা বলেছি: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার কথা বলেছি: মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা: গত কয়েকদিনের নানা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমস্যার দ্রুত সমাধানে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিও জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

বুধবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইসকন পরিস্থিতি, ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা, এসব বিষয় নিয়ে যে উদ্বেগ রয়েছে দলের পক্ষ থেকে, তা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।

তিনি বলেন, আমরা আশা করছি, প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদ নিয়ে অতি দ্রুত এসব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়, যার মধ্য দিয়ে বিভাজন সৃষ্টি হবে।

ফখরুল বলেন, আমরা বলে এসেছি যে, এ মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য, বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা দেশের স্থিতিশীলতা যারা বিনষ্ট করতে চায়, তাদের প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এসব কথা আমরা বলে এসেছি।

তিনি বলেন, সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য আমরা আহ্বান জানিয়েছি।

সন্ধ্যা ৬টায় যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মির্জা ফখরুলের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক হয়। প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য হাসান আরিফ, আদিলুর রহমান খান ও মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ বৈঠকে দেশের দ্রব্যমূল্য পরিস্থিতিতে জনদুর্ভোগ, এলাকাভিত্তিক টিসিবির ট্রাকে নিত্যপণ্যের বিক্রি বাড়ানো, সারা দেশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং কৃষিতে সার সরবরাহ, শিল্প উৎপাদন স্বাভাবিক রাখা বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত রাখা, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপিসহ বিরোধী অন্যান্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ফখরুল।

তিনি বলেন, কৃষিতে বিশেষ করে সার বিতরণের বিষয়টি এখনো ফ্যাসিস্টদের দোসররা নিয়ন্ত্রণ করছে। সেগুলো জনগণের পক্ষে যারা আছে, তাদের কাছে নিয়ে আসার কথা বলেছি।

সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেভাবে ইউনিয়ন পরিষদগুলোও ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। ফখরুল বলেন, একইভাবে ট্রেড বডিগুলো ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে এসব পুনরায় সুষ্ঠুভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি।

মির্জা ফখরুল বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বলেছি যে, আমাদের নির্বাচন যেটা বেশি প্রয়োজন.. সংস্কার যেগুলো প্রয়োজন, সেগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি… এটি অত্যন্ত জরুরি।  

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন। আমরা বিশ্বাস করি, তারা এসব বিষয়ে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।