ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রস্তুত হচ্ছে মঞ্চ, মিছিল এলেই শুরু সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
প্রস্তুত হচ্ছে মঞ্চ, মিছিল এলেই শুরু সমাবেশ ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সরকার পতনের ‘এক দফা’ আন্দোলন বাস্তবায়নে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গাবতলি থেকে বিএনপি ঢাকা মহানগরের মিছিলটি রায়সাহেব বাজারে এসে পৌঁছলে সমাপনি সমাবেশ করা হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ ট্রাক মঞ্চ প্রস্তুত করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিএনপির ঢাকা মহানগরের মিছিলের অগ্রভাগ এসে পৌঁছলে মঞ্চ তৈরি কাজ শুরু হয়।

মূলত ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম মোটরসাইকেলে করে এসে পৌঁছলে মঞ্চ তৈরির কাজ শুরু করেন নেতাকর্মীরা।

জানা গেছে, মিছিলের বাকি অংশ দয়াগঞ্জ মোড়ে এসে পৌঁছেছে। রায়সাহেব বাজারে এসে বিএনপির পদযাত্রার মিছিলটি শেষ হবে। আর সেখানেই নেতাকর্মীরা একটি সমাবেশ করবেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করবেন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

এসব তথ্য বিএনপির জ্যেষ্ঠ নেতারা ব্যস্ত থাকায় এসব ব্যাপারে তাদের কাছ থেকে মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে, কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের নেতারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।