ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির সাখাওয়াতকে ছেড়ে দিয়েছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
বিএনপির সাখাওয়াতকে ছেড়ে দিয়েছে পুলিশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আটক মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। পাশাপাশি বিএনপির আটক অন্যান্যদেরও ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছাত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

এ সময় বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহন হন এবং ৫ নেতাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকদের মধ্যে ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার প্রধান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ ৫ জনকে।

এ দিকে বিকেল সাড়ে ৪টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আটক সাখাওয়াত হোসেন খানকে ছেড়ে দেয় পুলিশ। বাকিদেরও ছেড়ে দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানা হয়েছে।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আমরা পথ অবরোধ করি নাই, গাড়ি ভাঙি নাই, রাস্তায়ও উঠি নাই। এর আগেই আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ কোনো কারণ ছাড়াই লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে, গুলি করে। আমাদের বহু নেতাকর্মী এতে আহন হন। আমাকেও মারধর করে পুলিশ। পরে আমিসহ ৫ জনকে আটক করে নিয়ে আসলেও এখন ছেড়ে দিয়েছে। বাকিদেরও ছেড়ে দেবে বলে পুলিশ বলেছে।

তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক অধিকারে এভাবে বাধা দেওয়ায় ধিক্কার জানাই। একই সাথে আহত নেতাকর্মীদের পাশে আমরা আছি এবং তাদের চিকিৎসার সবকিছু আমরা দেখব।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, কাউকে গ্রেপ্তার করা হয়নি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুধু।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।