ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

রাজনীতি

সোমবার নয়াপল্টনে জনসমাবেশের অনুমতি পায়নি বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
সোমবার নয়াপল্টনে জনসমাবেশের অনুমতি পায়নি বিএনপি

ঢাকা: নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার (৩১ জুলাই) বিএনপিকে জনসমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৩০ জুলাই) বিএনপির পক্ষ থেকে ডিএমপি কমিশনার বরাবর চিঠি দিয়েও সমাবেশের অনুমতি মেলেনি।

 অনুমতি ছাড়া বিএনপি জনসমাবেশ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জানান, বিএনপির পক্ষ থেকে রোববার অনুমতি চেয়ে ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি দেওয়া হয়েছিল। তবে কার্যালয়ের সামনে দলটিকে সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়নি।

এরপরও যদি দলটি সমাবেশ করার চেষ্টা চালায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা ও সংঘর্ষের ঘটনায় সোমবার সোমবার সারাদেশে সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ পালনের ঘোষণা দেয়। এর অংশ হিসেবেই রাজধানীতে নয়াপল্টনে জনসমাবেশ করতে চেয়েছিল বিএনপি।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ