ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে: হানিফ

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে: হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, অতীতের মতো আগামীতেও বিএনপির সব নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।  

তিনি বলেন, বিএনপি তার স্বভাব-চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি, এটা প্রমাণিত।

গতকালও তারা অতীতের মতো অবরোধের নামে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত করে পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।  

রোববার (৩০ জুলাই) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের ঘটনায় মির্জা ফখরুলের মন্তব্যের প্রসঙ্গ টেনে হানিফ বলেন, বিএনপি নেতাদের সভ্যতা ও শিষ্টাচার নেই। তাদের কাছে যেকোনো শিষ্টাচারকেই নাটক বলে মনে হবে।

পরে তিনি কুষ্টিয়ার ১৮ গণমাধ্যমকর্মীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তহবিল থেকে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও কুষ্টিয়ার সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ৩০ জুলাই, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।