ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোহরাওয়ার্দীতে চলছে মঞ্চ তৈরির কাজ, আসছেন বিএনপির নেতাকর্মীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
সোহরাওয়ার্দীতে চলছে মঞ্চ তৈরির কাজ, আসছেন বিএনপির নেতাকর্মীরা

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সোমবার (৩১ জুলাই)  জনসমাবেশের আয়োজন করেছে বিএনপি। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সমাবেশ করতে অনুমতিও দিয়েছে।

আজ বেলা ৩টায় শুরু হবে জনসমাবেশ। এ উপলক্ষে বেলা ১১টার পর থেকে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এরইমধ্যে দলের বেশ কিছু নেতাকর্মীর দেখা মিলেছে সমাবেশের আশপাশে।  

সরকার পতনের একদফা দাবি আদায়ে আজকের সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

সমাবেশটি নয়াপল্টনের নিজেদের দলীয় কার্যালয়ের সামনে করতে চেয়েছিলে বিএনপি। তবে ডিএমপি এতে রাজি হয়নি। এর পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত নেন বিএনপি নেতারা।

বেশ কয়েকটি শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।

এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, শর্তসাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। সমাবেশ কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।

এছাড়াও বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।  

গত ২৯ জুলাই রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। সেসব হামলার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে আজ জনসমাবেশ করছে বিএনপি।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।