ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান অন্তরায় শক্তিশালী নির্বাচন কমিশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান অন্তরায় শক্তিশালী নির্বাচন কমিশন

ঢাকা: ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায় শক্তিশালী নির্বাচন কমিশন। সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর কোনো বিকল্প সরকার গঠনের সুযোগ অবশিষ্ট নেই।

তাই নির্বাচনের ক্ষেত্রে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ছাড়া আর কোনো উপায় নেই।

বুধবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গীবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সম্মেলনে এ কথা বলেন বাহাদুর শাহ মোজাদ্দেদী।

সংবাদ সম্মেলনে বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন পরিচালনা করবে না। নির্বাচনের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হবে সরকারের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত একটি স্বাধীন ও শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ নির্বাচন কমিশন দ্বারা। তবে দেশের নির্বাচন কমিশনকে স্বাধীন বলা হলেও মূলত এটি স্বাধীন কি না তা নিয়ে বিতর্ক রয়েছে। আর এটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায়।

গণতান্ত্রিক সংস্কৃতির মূল চালিকা শক্তি হচ্ছে নির্বাচন জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। তবেই প্রতিফলন ভোটাধিকার প্রয়োগে বিঘ্নতার হয় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশের বৃহত্তম দুটি দলের রশি টানাটানি রাজনৈতিক অঙ্গনে ক্রমাগত উত্তাপ সৃষ্টি করছে। নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের রাজপথ দখলের অসম প্রতিযোগিতা এবং পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অঙ্গনকে সংঘাতময় করে তুলেছে।  

সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ সময় পাঁচটি প্রস্তাবনা তুলে ধরেন তিনি। প্রস্তাবনাগুলো হলো, নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাহী ক্ষমতা প্রদান করা; নির্বাচন কমিশনকে সরকারের নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা; কমিশনের সুবিধার্থে সামরিক, আধা-সামরিক ও আইনপ্রয়োগকারী বাহিনী সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা; কমিশনের নির্দেশ সকল রেডিও, টেলিভিশন, মিডিয়া ও কর্তৃপক্ষ প্রচারে বাধ্য থাকা এবং  এ সংক্রান্ত আইনের একটি চূড়ান্ত খসড়া প্রণয়ন ও অধ্যাদেশ আকারে জারি করে এটা বলবৎ করে পরে সংসদে অনুমোদন করা।

সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনকে সরকারের প্রভাবমুক্ত রেখে সম্পূর্ণ নির্বাহী ক্ষমতা দেওয়া হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জটিলতা নিরসন সম্ভব জানিয়ে কর্মসূচি ঘোষণা করেন বাহাদুর শাহ মোজাদ্দেদী।  

তিনি বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে আগামী ২৬ আগস্ট সকাল ১০ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে জনসভা অনুষ্ঠিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম আখতারী, সিনিয়র যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেন হেলালী ও যুগ্ম মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এইচএমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।