ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নুরকে দেখতে হাসপাতালে ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
নুরকে দেখতে হাসপাতালে ফখরুল ছবি: বাংলানিউজ

ঢাকা: টিএসসিতে ছাত্রলীগের হামলায় আহত গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলন শেষ করে হাসপাতালে যান বিএনপি মহাসচিব।

 

এ সময় মির্জা ফখরুল নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার চিকিৎসা সম্পর্কে অবহিত হোন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।