ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি

লক্ষ্মীপুর: বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছে লক্ষ্মীপুরের যুবলীগ।

প্রয়াত এই রাষ্ট্রপতিকে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছেন তারা।

 

এছাড়া বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৪ আগস্ট) বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া মানববন্ধনের আয়োজন করেন। এসময় যুবলীগ নেতা কর্মীরা এ দাবি করেন।  

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ঝুমুর চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।  

এতে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি ছাড়াও বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর, ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং কানাডা ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠন আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।

মানববন্ধনে মধ্যে বক্তব্য রাখেন- যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, গোফরান বাবু, দিপু মাহমুদ,  দিদার মোল্লাসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।