ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

প্রথমে না, পরে পুলিশের কাছ থেকে মিছিলের অনুমতি নিল বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
প্রথমে না, পরে পুলিশের কাছ থেকে মিছিলের অনুমতি নিল বিএনপি

ঢাকা: গণমিছিলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি নেবে না বলে জানিয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত ডিএমপির কাছ থেকে মিছিলের অনুমতি নিলো দলটি।

শুক্রবার (১১ আগস্ট) মিছিলের জন্য বিএনপির অনুমতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি জানান, বিএনপি আজকের গণমিছিলের জন্য ডিএমপির কাছ থেকে অনুমতি নিয়েছে।

এর আগে বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ডিএমপির অনুমতি ছাড়াই তারা শুক্রবারের গণমিছিলের কর্মসূচি পালন করবে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ