ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বছর বিশ্বের ২২টি দেশে নির্বাচন হবে, বাংলাদেশ ছাড়া কোথাও বড় দেশগুলো মাথা ঘামাচ্ছে না ৷ আমি একটি দেশও খুঁজে পাচ্ছি না যেখানে বড় দেশগুলো একেকবার প্রতিনিধি, কখনও কংগ্রেসম্যান, মন্ত্রী গিয়ে তাদের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাচ্ছে?
শনিবার (১২ আগস্ট) স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয় ৷
ওবায়দুল কাদের বলেন, শুধুমাত্র বাংলাদেশ, কি অপরাধ আমাদের গণতন্ত্রের, কি অপরাধ আমাদের উন্নয়নের।
সেতুমন্ত্রী বলেন, সোমালিয়ায় প্রতিদিন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সুদানে মিনিটে মিনিটে মানুষ হত্যা করা হচ্ছে, কই এখানে তো কিছু করতে পারলেন না। জাতিসংঘের কথা ইসরাইল শোনে না। ইসরাইলে একজন সাংবাদিককে রিফিউজি ক্যাম্পে হত্যা করা হলো। সবাই জানে কে তাকে মেরেছে। অথচ এখানে ওয়াশিংটন নীরব। ওয়াশিংটন জানে তার পরেও ইসরাইলকে কিছু বলে না। প্রতিদিন ফিলিস্তিনে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। তারা পেয়েছে শুধু বাংলাদেশকে। তারা পান থেকে চুন খসলে আমাদের ভিসানীতি দেবে, পান থেকে চুন খসলে নিষেধাজ্ঞা দেবে।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান মিলন যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এসকে/জেএইচ