ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ৩ সদস্যের পদোন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ৩ সদস্যের পদোন্নতি

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তিন নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া তিন নেতা হলেন- নির্বাহী কমিটির সদস্য রশিদুজ্জামান মিল্লাত, আব্দুল কাদির ভুইয়া জুয়েল ও বজলুল করিম চৌধুরী আবেদ।

শুক্রবার (১৮ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পদোন্নতি প্রাপ্তদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রশিদুজ্জামান মিল্লাতকে কোষাধ্যক্ষ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদকে সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।