ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুলশান-১ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
গুলশান-১ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শুরু

ঢাকা: সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শুরু হয়েছে।  

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় গুলশান-১ ডিসিসি মার্কেট থেকে গণমিছিল শুরু হয়।

 

গণমিছিলটি গুলশান-১ ডিসিসি মার্কেট থেকে শুরু বক্ষব্যাধি হাসপাতাল, মহাখালী ওয়্যারলেস গেট, তিতুমীর কলেজ, মহাখালী কাঁচাবাজার হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে (টাঙ্গাইল বাসস্ট্যান্ড) গিয়ে শেষ হবে।

এ সময় নেতাকর্মীদের বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে গণমিছিলে অংশ নিতে দেখা যায়। গণমিছিলে তাদের সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মঈন খান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানসহ বিএনপির কেন্দ্রীয় নেতা, উত্তর বিএনপির নেতা, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

জুমার নামাজের পর থেকেই গণমিছিল শুরুর স্থানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় গণমিছিলটি বিএনপির কর্মীদের বিভিন্ন স্লোগানে সরব হয়ে উঠে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।