ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিএনপির পদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিএনপির পদযাত্রা

বরিশাল: খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বরিশাল নগরীতে পৃথক পদযাত্রা করেছে বিএনপি।

শনিবার (১৯ আগস্ট) সকালে বরিশাল নগরের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে সদর রোড অভিমুখে পদযাত্রা করে দক্ষিণ জেলা বিএনপি।

এদিকে বেলা ১১টার দিকে মহানগর ও উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা সদর রোড থেকে পদযাত্রা বের করে, যা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদমারী এলাকায় গিয়ে শেষ হয়।

মহানগর ও উত্তর জেলা বিএনপির পদযাত্রায় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, জিয়া উদ্দিন সিকদার, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, মুলাদী বিএনপির সাবেক সভাপতি আ. ছত্তার খান প্রমুখ।

অপরদিকে দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সদস্য এবায়দুল হক চান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজিম উদ্দিন পান্না, কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাডভোকেট এনায়েত প্রমুখ।

পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলাসহ নগরীর নেতাকর্মীরা দুটি পদযাত্রায় যোগ দেন।

এ সময় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানান।

পদযাত্রাকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।