ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

রাজনীতি

গ্রেনেড হামলা বিএনপির সবচাইতে বড় প্রমাণিত অপরাধ: ওয়ার্কার্স পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
গ্রেনেড হামলা বিএনপির সবচাইতে বড় প্রমাণিত অপরাধ: ওয়ার্কার্স পার্টি

ঢাকা: একুশে আগস্টের গ্রেনেড হামলা বিএনপির সবচাইতে বড় প্রমাণিত অপরাধ বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার (২২ আগস্ট) ওয়ার্কার্স পার্টি এক বিবৃতিতে এ মন্তব্য করে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর দুদিনের সভা শেষে গৃহীত প্রস্তাবে একুশে আগস্টের ঘটনা নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলা হয়, এটি আবার প্রমাণিত হলো যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃত্বের বিনাশ সাধনের জন্য বিএনপির নেতৃত্ব কর্তৃক সংঘটিত ওই ঘটনা সম্পর্কে তারা অনুতপ্ত নয় বরং একইভাবে ওই অপরাধকে জায়েজ করার চেষ্টায় তারা তাদের পুরাতন অপচেষ্টাকে আজ পর্যন্ত অব্যাহত রেখেছে।  

ওয়ার্কার্স পার্টির গৃহীত প্রস্তাবে বলা হয় ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা বিএনপির সবচাইতে বড় প্রমাণিত অপরাধ।

বিবৃতিতে আরও বলা হয়, কেবল বিচারেই নয়, জজ মিয়া নাটকের প্রকৃত উদঘাটনের মধ্য দিয়ে এই অপরাধ আরও বিশেষভাবে প্রমাণিত হয়েছে। বিএনপি মহাসচিব ২১ আগস্টের ঘটনাকে দুঃখজনক বলে কুম্ভীরাশ্রু বর্ষণ করলেও তাদের পুরাতন খেলা অনুসারে এবারও আওয়ামী লীগের ঘাড়ে ওই হামলার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে একুশে আগস্টের বিচার প্রক্রিয়া উচ্চ আদালতে দ্রুত সম্পন্ন করে অপরাধীদের সাজা নিশ্চিত করার দাবি জানান হয়।

পলিটব্যুরোর দুই দিনব্যাপী সভার শেষ দিনে পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন সভাপতিত্ব করেন।  

পলিটব্যুরো সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরূল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, মুস্তফা লুৎফুল্লাহ, অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, হাজী বশিরুল আলম, অধ্যাপক নজরুল হক নীলু, আলী আহমেদ, এনামুল হক এমরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।