ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির দুই নেতা গ্রেপ্তার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির দুই নেতা গ্রেপ্তার
 

হবিগঞ্জ: পুলিশ অ্যাসল্ট মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বুধবার (২৩ আগস্ট) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।


 
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল হাই ও সাবেক আহ্বায়ক মো. ছলিম উল্লা।
 
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বলেন, হবিগঞ্জ শহরে পুলিশের ওপর হামলার ঘটনায় শায়েস্তাগঞ্জ উপজেলার অনেকে জড়িত। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে এ মামলায় হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৫ বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। এনিয়ে ১৫ নেতাকর্মী গ্রেপ্তার হলেন।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার বিকেলে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএনপি। এসময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
এ সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ সদস্য এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন।
 
পরে প্রায় দুশজনের নাম উল্লেখ করে সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।