ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির কালো পতাকা মিছিল আজ, নামছে সমমনা দলগুলোও

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
বিএনপির কালো পতাকা মিছিল আজ, নামছে সমমনা দলগুলোও

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের এক দফা দাবিতে ১৮তম কর্মসূচি হিসেবে রাজধানীতে কালো পতাকা মিছিল করবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপিসহ সমমনা দলগুলো। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে পর রাজধানী ঢাকায় পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করা হবে।

 

পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তা সমমনা জোট, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া), গণতান্ত্রিক বাম ঐক্য, গণফোরাম ও পিপলস পার্টি এ কালো মিছিলে অংশ নেবে বলে জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির কালো পতাকা মিছিল বিকেল ৩টায় রাজধানীর শ্যামলী স্কয়ার থেকে শুরু হয়ে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে।  

ঢাকা মহানগর উত্তরের মিছিলের নেতৃত্ব দিবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মিছিলের সমন্বয়ের দায়িত্বে থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।  

আরও থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, মেজর (অব.) কামরুল ইসলাম, হেলালুজ্জামান তালুকদার লালু, আতাউর রহমান ঢালী, এস এম জহুরুল ইসলাম শাহজাদা মিয়া, ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সারোয়ার, হাবিব উন-নবী খান সোহেল, হারুন অর রশিদ, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাড মাসুদ আহমেদ তালুকদার, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল প্রমুখ।  

একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কালো পতাকা মিছিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে থেকে শুরু করে দয়াগঞ্জে গিয়ে শেষ হবে।  

এ মিছিলের নেতৃত্ব দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মিছিলের সমন্বয়ের দায়িত্বে থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ।

আরও উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, অ্যাড. জয়নুল আবেদীন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, মনিরুল হক চৌধুরী, মঈনুল ইসলাম খান শান্ত, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম প্রমুখ।

সমমনা দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় শাহবাগ মোড় থেকে এলিফ্যান্ট রোড হয়ে নিউমার্কেট পর্যন্ত কালো পতাকা মিছিল করবে।

১২ দলীয় জোট বিকেল ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে, এলডিপি কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে থেকে মিছিল শুরু করবে।  

গণফোরাম ও পিপলস পার্টি বিকেল ৪টায় মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে নয়াপল্টন হয়ে পুরানা পল্টন মোড় পর্যন্ত, গণ অধিকার পরিষদ পুরানা পল্টন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় অফিস সামনে থেকে, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল করবে।  

এনডিএম বিকেল ৫টায় মালিবাগ এনডিএম দলীয় কেন্দ্রীয় অফিস সামনে থেকে যাত্রা শুরু করবে। গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় সেগুনবাগিচা স্কুলের সামনে থেকে পুরানা পল্টন হয়ে প্রেস ক্লাব পর্যন্ত কালো পতাকা মিছিল করবে। তবে লেবার পার্টি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করবে।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
ইএসএস/ এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।