ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে বিএনপির মিছিলে পটকা ফোটানোর কারণে যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
সিলেটে বিএনপির মিছিলে পটকা ফোটানোর কারণে যুবক আটক

সিলেট: সরকার পতনের একদফা দাবিতে সিলেটে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। এ সময় মিছিল থেকে পটকা ফোটানোর কারণে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 

শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যাওয়ার কথা থাকলেও পথিমধ্যে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসভা করে শেষ হয়।

এদিকে মিছিল থেকে জিলানি নামে ওই যুবককে আটক করার বিষয়ে বিএনপি নেতারা গণমাধ্যমকে বলেন, ওই যুবক উদ্দেশ্যমূলকভাবে বিএনপির মিছিলে ফোটাতে চেয়েছিলেন। এ সময় তাকে ধরে পুলিশে দেওয়া হয়।  

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, মিছিল থেকে পটকাসহ জিলানি নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।