ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজশাহী মহানগর-জেলা যুবলীগের সম্মেলন ২৬ ও ২৭ সেপ্টেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
রাজশাহী মহানগর-জেলা যুবলীগের সম্মেলন ২৬ ও ২৭ সেপ্টেম্বর লোগো

 

রাজশাহী: রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের সম্মেলনের তারিখ পিছিয়েছে। নতুনভাবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর তারিখ দেওয়া হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, চলতি মাসে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার কথা বিবেচনা করেই তাদের এই সম্মেলনের তারিখ পেছানো হয়েছে।

আগামী ২ ও ৩ সেপ্টেম্বর রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের সম্মেলন হওয়ার কথা ছিল।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান শনিবার (২৬ আগস্ট) এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে- এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে রাজশাহী জেলা ও মহানগরের সম্মেলনের নতুন তারিখ দেওয়া হয়েছে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এ নতুন তারিখ নির্ধারণ করেছেন। তাই গঠনতন্ত্র অনুযায়ী যুবলীগের রাজশাহী মহানগর ও জেলা শাখাকে অনুষ্ঠিতব্য ত্রিবার্ষিক সম্মেলনের সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এর আগে সর্বশেষ ২০১৬ সালের ৫ মার্চ রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দ্বিতীয়বারের মতো রমজান আলীকে সভাপতি ও মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

এর আগে ২০০৪ সালের ১৮ এপ্রিল মহানগর যুবলীগের সম্মেলনেও তাদের এ দুটি পদে রাখা হয়। এর ফলে প্রায় দুই যুগ ধরে রাজশাহী মহানগর যুবলীগে নেতৃত্বের পরিবর্তন হয়নি। দলের শীর্ষ দুইটি পদসহ সবগুলো পদ তাদের হাতেই আছে।

প্রায় সাত বছর পর হতে যাওয়া রাজশাহী যুবলীগের সম্মেলন উপলক্ষে ফেব্রুয়ারিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে ২৮টি জীবনবৃত্তান্ত জমা পড়ে। এর মধ্যে সভাপতি পদে ১০টি, সাধারণ সম্পাদক পদে মোট ১৮টি আবেদন আছে।  

এছাড়া রাজশাহী জেলা যুবলীগেরও প্রায় একই সময় সম্মেলন হয়েছিল। আর জেলার সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালের ১৫ মার্চ। সে সময় দ্বিতীয়বারের মতো আবু সালেহকে সভাপতি ও খালিদ ওয়াসিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তবে পরে খালিদ ওয়াসি মারা গেলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন আলী আজম। আবু সালেহ ২০০৪ সালে প্রথম জেলা যুবলীগের সভাপতি হন। এরপর সম্মেলনের তারিখ নির্ধারণ হলেও তা পেছানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।