ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘হামলা-মামলা করে একদফার আন্দোলন বন্ধ করা যাবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
‘হামলা-মামলা করে একদফার আন্দোলন বন্ধ করা যাবে না’

ময়মনসিংহ: হামলা-মামলা করে বিএনপির একদফার আন্দোলন বন্ধ করা যাবে না -বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মেদ তায়েবুর রহমান হিরন।  

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলার গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার এলাকায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে হিরন বলেন, রাজপথের কঠোর আন্দোলন বর্তমান ফ্যাসিস্ট সরকার জনগণের এক দফার দাবি মেনে নিতে বাধ্য হবে। অন্যথায় তারা পালানোর পথ পাবে না।  

এর আগে, উপজেলা, পৌর ও অঙ্গ সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে।  

এতে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মণ্ডল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, বিএনপি নেতা আব্দুল মান্নান, শাহজাহান সিরাজ, জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজিত কুমার দাস, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, উপজেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ খান পাঠান সাব্বির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।