ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সরকারের পতন দিয়ে আন্দোলন সফল হবে: শিমুল বিশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
সরকারের পতন দিয়ে আন্দোলন সফল হবে: শিমুল বিশ্বাস

ঢাকা: সরকার পতনের মধ্য দিয়ে চলমান আন্দোলন সফল হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান বিশ্বাস শিমুল।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সরকারের পদত্যাগসহ ‘এক দফা’ দাবিতে এবং নেতা-কর্মীদের ‘মিথ্যা’ মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ করছে বিএনপি।

শিমুল বিশ্বাস বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন লড়াই চলছে। এই আন্দোলন সফল হবে সরকার পদত্যাগের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, জুলুম নির্যাতন হামলা মামলা সহ্য করে এই আন্দোলন ধাপে ধাপে এগিয়ে চলেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।